দেবিদ্বারে একজন পরিক্ষার্থীর জন্য ১৫ জন কর্মকর্তার দায়িত্ব পালন

মো. জামাল উদ্দিন দুলাল ঃ
একজন পরিক্ষার্থীর জন্য ১৫জন কর্মকর্তার দায়িত্ব পালন।
ঘটনাটি ঘটেছে শনিবার কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় সদ্য অনুষ্ঠিত দাখিল পরিক্ষার উচ্চতর গণিত বিষয়ের পরিক্ষায়।
সূত্রে জানা যায়, উপজেলার দাখিল ফাইনাল পরিক্ষায় শনিবার উচ্চতর গণিত বিষয়ে একজন নিয়মিত ছাত্র ছিল ওই একজন পরিক্ষার্থীর জন্য ১৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করতে হয়েছে। দায়িত্ব পালনে ছিলেন শিক্ষা কর্মকর্তা-১ জন, কেন্দ্র সচিব-১ জন, হলসুপার-১ জন,কক্ষ পরিদর্শক-২ জন,পরিক্ষার উপ কমিটি’র-৫ জন ও ষ্টাফ -৫ জন দায়িত্ব পালনে ছিলেন।
দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসা’র অধ্যক্ষ মো. আলাউদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন, পরিক্ষায় মেহেদী হাসান নামের নিয়মিত একজন বিজ্ঞান বিভাগের ছাত্র উচ্চতর গণিত পরিক্ষার্থী ছিল। উচ্চতর গণিত বিষয়ে আর কোন পরিক্ষার্থী ছিল না। তবে নিয়ম অনুসারে প্রতি ২০জনে একজন কক্ষ পরিদর্শক থাকার কথা, কিন্তু একজন পরিক্ষার কক্ষ পরিদর্শক দায়িত্বে দেওয়া যায় না এতে ২জন কক্ষ পরিদর্শক দিতে হয়েছে এবং সব মিলে ১৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করতে হয়েছে ।