শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে গুনাইঘর (দ.) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইক-অটোরিক্সা ভাংচুর

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খানের (আনারস প্রতিক) নির্বাচনী প্রচারণার মাইক-অটোরিক্সা ভাংচুর করেছে নৌকা প্রতিকের সমর্থকরা। এমন অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খান।

রবিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খান জানান, সন্ধ্যায় নৌকা প্রতিকের প্রার্থী হুমায়ন কবিরের বাড়ি থেকে ১০০ গজ দক্ষিণে আমার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য দুটি অটোরিক্সা ও দুটি মাইক ভাংচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকেরা। আমরা প্রতি পদে পদে নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুকীন হচ্ছি।

দেবিদ্বার থানা পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মারুফ রহমান জানান, ভাংচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আর পড়তে পারেন