দেবিদ্বারে গুনাইঘর (দ.) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার মাইক-অটোরিক্সা ভাংচুর
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খানের (আনারস প্রতিক) নির্বাচনী প্রচারণার মাইক-অটোরিক্সা ভাংচুর করেছে নৌকা প্রতিকের সমর্থকরা। এমন অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খান।
রবিবার (২৩ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম খান জানান, সন্ধ্যায় নৌকা প্রতিকের প্রার্থী হুমায়ন কবিরের বাড়ি থেকে ১০০ গজ দক্ষিণে আমার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য দুটি অটোরিক্সা ও দুটি মাইক ভাংচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকেরা। আমরা প্রতি পদে পদে নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুকীন হচ্ছি।
দেবিদ্বার থানা পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) মারুফ রহমান জানান, ভাংচুর হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।