দেবিদ্বারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত
মো. জামাল উদ্দিন দুলাল ঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদর্যাপনের লক্ষে স্কুলের সংস্কার রং (দেয়াল ধুয়া মুছা’র কাজ) করার সময় বুধবার (১৭ জানুয়ারী) দুপুর ১টায় বিদ্যুৎপৃষ্টে এমরান হোসেন(২২) নামের নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
প্রত্যাক্ষর্দীরা জানান, উপজেলা রেয়াজ উদ্দিন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদর্যাপন কে সামনে রেখে সংস্কার (রং) করতে বেঞ্চে উঠে পাইপ দিয়ে দেওয়াল ধোয়া মুছা করার সময় বেঞ্চ উল্টে পড়ে যাওয়ার সময় দেওয়ালের পাশে থাকা পানি দেয়ার পাইপ তারে জড়ি ওই নির্মাণ শ্রমিক বিদ্যুৎপৃষ্ঠ হয়। ঘটনাস্থ থেকে স্থানীয়রা এমরান হোসেন’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওই নিহত নির্মাণ শ্রমিকের বাড়ি জেলার দেবিদ্বার পৌর এলাকার ভূষনা গ্রামের মো. দেলু মিয়া ধনু’র পুত্র।
এব্যাপারে উপজেলা ডিজিএম মো. সাদেকুজ্জামান নিকট জানতে চাইলে তিনি বলেন, মৃত্যু’র খবর শুনে ঘটনাস্থলে আমাদের লাইনম্যান গিয়ে দেখে আসছে আমাদের বিদ্যুতের লাইন না। ডিস কিংবা সিসি ক্যামেরার লাইন হতে পারে ।