দেবিদ্বারে মুক্তিকামী নেতা বিল্লাল হোসেন’র নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
বাংলাদেশ মুক্তিকামী গণ সংগঠনের নেতা মো. বিল্লাল হোসেন’র নিজ উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলার দেবিদ্বার পৌর এলাকার বারেরা নিজাম উদ্দিন ফকির বাড়ী আলহাজ্ব আ: জব্বার আলী সরকার ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে প্রায় ৫ শতাধিক হতদ্ররিদ ও শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী (সেমাইও চিনি) বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিকামী গণসংগঠনের নেতা মো. বিল্লাল হোসেন’র সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব উপদেষ্টা এ বি এম আতিকুর রহমান বাশার, দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ’র পরীক্ষা নিয়ন্ত্রক সাংবাদিক মো. জামাল উদ্দিন দুলাল। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো. ডালিম, কাজী মিজানুর রহমানসহ আরো অনেকে।
উপস্থিত প্রধান অতিথি বলেন, আপনাদের সন্তান কে বাল্য বিয়ে দিবেন না বার্য বিয়ে একটি অভিশাপ, মাদক সেবন থেকে দুরে রাখবেন মাদক সমাজের চরমশত্রু, মাদক সেবনকারীরা সমাজের শত্রু। আপনাদের ছেলে মেয়েরা যারা অল্প বয়স্ক তাদের হাতে মোবাইল ফোন দিবেন না তাহলে আপনার সন্তান মোবাইল ফোনের মাধ্যমে খারাপ রাস্তায় দিকে ধাবিত হবে। সন্তাদের লেখা পড়ার করার চেষ্টা করবেন তাহলে তারা সমাজের কাছে হাত পাততে হবে না। ভাল লেখা পড়া করে তারা
সুনাম অর্জন করতে পারবে।