বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইবো কেমন করে : ওবায়দুল কাদের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৬, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

গত বছরের জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে ১৪০০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলেন, ক্ষমা চাওয়ার বিষয় দেশের মাটিতে। দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইবো কেমন করে?

সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই বিবিসির সঙ্গে কথা বলেন বাংলাদেশে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‌সব কিছুরই সূত্র হলো দেশ। দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনা, ক্ষমা এসব বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে।

তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি, স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে- মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই।

আর পড়তে পারেন