শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে প্রথমবারের মতো এইচএমপি ভাইরাস শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০২৫
news-image

দেশে প্রথমবারের মতো এইচএমপি ভাইরাস শনাক্ত

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে এবার প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি একজন নারী, যার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

রোববার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান।

ডা. হালিমুর রহমান জানান, ওই নারীর শরীরে এইচএমপিভি এবং ক্লেবসিয়েলা নিউমোনিয়া নামক একটি ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, “ওই নারীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে মূলত ক্লেবসিয়েলা নিউমোনিয়া ব্যাকটেরিয়ার কারণে। তবে এইচএমপিভি তার শরীরে ততটা ক্ষতি করেনি।”

হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ফুসফুস এবং শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। ২০০১ সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় এবং এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

সম্প্রতি চীন ও ভারতের বিভিন্ন অঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি শিশু, বয়স্ক এবং যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম, তাদের ওপর বেশি প্রভাব ফেলে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং যেকোনো শ্বাসকষ্টজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন।

আর পড়তে পারেন