শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রুহুল কবির রিজভী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৪, ২০২৪
news-image

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সংস্কার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি চেষ্টা।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “গতকাল একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা পুরোপুরি মিথ্যা। তার মন্তব্য বিভ্রান্তিকর এবং ইতিহাসের বিপরীতে। বিশ্বজুড়ে যত সংস্কার হয়েছে, তা রাজনীতিবিদদের হাতেই হয়েছে। ব্রিটেন কিংবা আমেরিকা—সবখানেই পার্লামেন্টের মাধ্যমে সংস্কার বাস্তবায়িত হয়েছে। তাই সংস্কার নিয়ে রাজনীতিকদের দোষারোপ করা ইতিহাসের প্রতি অজ্ঞতার পরিচায়ক।”

তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিটি দেশের পরিস্থিতি ও চাহিদার ভিত্তিতে সময়ে সময়ে এ পরিবর্তন ঘটে, এবং এটি রাজনীতিবিদরাই সম্পন্ন করেন। একদিনে সমাজের অনিয়ম দূর হয় না, এর জন্য প্রয়োজন সবার সহযোগিতা।”

বর্তমান সরকারের অবস্থান প্রসঙ্গে রিজভী বলেন, “সরকার এখন রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে।”

দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি নেতা বলেন, “দেশের বিরুদ্ধে অপপ্রচার, অপতথ্য, এবং হুমকি জাতি কখনোই মেনে নেবে না। আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই দেশ কারও হুমকিতে মাথা নত করবে না। আমরা কারও দাসত্ব মেনে নেব না।”

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, এবং আরও অনেকে।

আর পড়তে পারেন