দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে: সেনাপ্রধান
দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী দিনরাত পরিশ্রম করছে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, সেনাবাহিনী দেশের সংকটময় সময়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “দেশ ও জাতির স্বার্থে আমরা দিনরাত পরিশ্রম করছি, যেন দেশকে একটি নিরাপদ ও স্থিতিশীল অবস্থানে নিয়ে যাওয়া যায়।”
রোববার (১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই আয়োজনে মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর সেনাসদস্য এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং শান্তিকালীন পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য, দেশের জনগণকে একটি ভালো ও নিরাপদ ভবিষ্যৎ উপহার দেওয়া।”
অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের নিকটাত্মীয়দের সাথে কুশল বিনিময় করেন সেনাপ্রধান। এ ছাড়া, ২০২৩-২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ কাজের জন্য ৫ জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ৫ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধকালীন খেতাবপ্রাপ্ত বীর সেনাসদস্যদের বীরত্বগাথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্তদের সেবামূলক কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।