দেশ নিয়ে কাউকে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না…লোটাস কামাল
রকিবুল হাসান রকি, সদর দক্ষিণঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই স্কাউট আঞ্চলিক মাঠে দ্বিতীয় কুমিল্লা আঞ্চলিক স্কাউট কমডেকা’র চতুর্থ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্কাউট সমাবেশে উদ্বোধন কালে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি বক্তব্যে বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সকলকে জানতে হবে। বর্তমান সময়ে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্রকে প্রতিহত করতে হলে তরুন যুব সমাজকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, স্বাধীনতা ও অর্থনীতিমুক্ত সোনার বাংলা গড়তে। তিনি ঠিকই স্বাধীনতা এনে দিয়েছেন, কিন্তু অর্থনীতিমুক্ত করতে পারেননি। আজ যখন তারই কন্যা শেখ হাসিনা অর্থনীতি ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই স্বাধীনতা বিরোধী একটি দল দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় তিনি রোবারদের উদ্দেশ্য করে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যত। তোমরা যদি স্বাধীনতার সঠিক ইতিহাস জান তাহলে ওই ষড়যন্ত্রের মোকাবেলা করতে পারবে। উদ্বোধীনী অনুষ্ঠানে কুমিল্লা জেলা রোবারের ৭০ টি দলের ৬শ জন সদস্য স্কাউট প্রদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ আবদুল খালেক, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের কমিশনার শফিকুল ইসলাম সরকার, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের সম্পাদক, আবদুল আউয়াল ভূইয়া এল টি, বাংলাদেশ স্কাউট কুমিল্লা অঞ্চলের উপ- পরিচালক ফারুক আহাম্মেদ, জেলা রোবার স্কাউট লিডার ও কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন লিটন। অন্যান্য অতিথিদের মধ্যে সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।