দ. আফ্রিকায় চাঁদা না দেওয়ায় প্রাণ গেল চৌদ্দগ্রামের এক যুবকের
মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ
দক্ষিণ আফ্রিকায় দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে হত্যা করেছে আশরাফুল হক সাগর (২৮) নামের এক বাংলাদেশী ব্যবসায়ীকে।
নিহত আশরাফুল হক সাগর (২৮) কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের মৃত. মমিনুল ইসলাম ভুঁইয়ার পুত্র।
শনিবার (১০ জুন) সন্ধ্যায় নিহত সাগরের কাকা মকবুল আহমেদ ভ্ূঁইয়া রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাগর দক্ষিণ আফ্রিকার জিদান শহর এলাকায় ডিপার্টমেন্টাল ষ্টোর পরিচালনা করতো। দীর্ঘদিন ধরে সেখানের স্থায়ী সন্ত্রাসীরা তার নিকট চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যায় সন্ত্রাসীরা সাগরকে গুলি করে হত্যা করে। আজ সন্ধ্যায় সাগরের মৃত্যুর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত হয়েছি। আমরা সাগরের লাশটি দেশে আনতে সংশ্লিষ্ট দফতরের সর্বাত্মক সহযোগিতা চাই।
০১৬৭৬-৩২৭৫০৪