শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা’র সংকটকালে  মানবিক দৃষ্টান্তের নজির স্থাপন করলো “কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ “

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস মহামারির প্রারম্ভিক সময় থেকে অদ্যাবধি নিরলসভাবে চিকিৎসা কার্যক্রমে জীবনের ঝুঁকি নিয়ে দ্বায়িত্ব পালনের জন্য ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল তার পরিবারের সকল পর্য়ায়ের চিকিৎসক (ইন্টার্নীসহ) , স্বাস্থ্যকর্মী ও সকল কর্মকর্তা-কর্মচারিদেরকে বিশেষ উৎসাহ ভাতা ও সনদ প্রদান করে ,যা বাংলাদেশের সকল প্রাইভেট মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিরল ।

নিজ কর্মক্ষেত্র থেকে এই প্রণোদনা কাজের গতি বৃদ্ধির পাশাপাশি দেশের অন্যান্য চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হবে বলে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারি মনে করেন।

এই বিষয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের একজন কর্মচারি  জানান , “আমি গর্বিত এটা ভেবে যে ,আমি ইস্টার্ন মেডিকেল কলেজ পরিবারের একজন সদস্য এবং  এই  মেডিকেল কলেজ সুখে-দু:খে সবসময় আমার পাশে ছিল, এখনো আছে।

চিকিৎসক ও কর্মচারীরা এই মহৎ উদ্যোগ গ্রহণের কারণে বিশেষ কৃতজ্ঞতা জানান অত্র মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড: শাহ মো: সেলিম ,অধ্যক্ষ প্রফেসর ডা: মো: কলিম উল্লাহ এবং সম্মানিত সকল পরিচালকবৃন্দকে ।

আর পড়তে পারেন