বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে দুটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার:

বেকারীর ভিতরে টয়লেট, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, খাবারের উৎপাদন ও মেয়াদউর্ত্তীনের তারিখ না থাকাসহ বিভিন্ন কারনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দু’টি বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার বড়ধুশিয়া ভাই ভাই বেকারীতে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাহী অফিসার ফৌজিয়া ছিদ্দিকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কিট, কেকসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরী এবং সেসব খাবারে খাবারের উৎপাদনের তারিখ ও মেয়াদউর্ত্তীনের তারিখ না থাকায় বেকারীর মালিক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। এছাড়া বেকারীর ভিতর টয়লেট ও নোংরা পরিবেশে খাবার উৎপাদনের জন্য একই এলাকার সার্বির বেকারীর মালিক বাবুল করিমকে ১০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার বলেন, পুরো উপজেলায় বিভিন্ন বেকারীসহ ভেজালমুক্ত খাবার নিশ্চিত করনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। এসময় সেনেটারী ইন্সপেক্টর পারভিন সুলতানা, এসআই মামুনুর রশীদসহ পুলিশের একটি দল মোবাইলকোর্টে অংশগ্রহন করেন।

আর পড়তে পারেন