ধর্মপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ৭ জানুয়ারি ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন, বি বাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক চৌমুহনী (নয়নপুর) গ্রামের মৃত. মোঃ শহীদের ছেলে মোঃ আব্দুল কাদের (২৬) এবং ডিএমপি ঢাকার পল্লবী থানার সি ব্লক, ২১ নং লেন, মেডিকেল ক্যাম্প, মিরপুর-সাড়ে এগারো এর মৃত মোঃ পাপ্পু হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার জনি (২৫)।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।