‘ধানের শীষ যদি আমার হাতে দেওয়া হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি সকলকে নিয়ে মিলেমিশে একটি সুন্দর কচুয়া উপহার দিবো’
“নারীর হাতে আশার আলো” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের কচুয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেছেন, কচুয়া আসনের ধানের শীষের প্রতিক যদি আমার হাতে দেওয়া হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি সকলকে নিয়ে মিলেমিশে একটি সুন্দর কচুয়া উপহার দিবো। আর যদি আমার থেকে যোগ্য কোন ব্যক্তিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে তাঁর সমর্থনে কাজ করবো। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। বরং জনগনের জীবন মান উন্নয়নে বাস্তব সমাধান। ফ্যামিলি কার্ডে সেই ভাগ্যবানরাই তার বাস্তব প্রতিফলন। কৃষি কথা ব্যতিক্রমী প্রদর্শনী উন্মোচন অনুষ্ঠানে তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফার মধ্যে নারী ক্ষমতায়ন নিশ্চিন্তে ফ্যামিলি কার্ড নিয়ে তৈরি শর্ট ফিল্ম এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শনিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপিকা হাবিবা আফরোজের সঞ্চালনায় সমাজের নিম্ন আয়ের নারীদের দেওয়া হয় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বক্তব্যের মর্যাদা। নীপিড়িত নারীরা যেখানে সাধারণত বক্তব্য রাখার সুযোগ পান না সেখানে বিএনপির এ আয়োজনে নারীরা পেয়েছেন সম্মানের আসন।
অনুষ্ঠানের অংশগ্রহণকারী নারীদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার মনপুরা গ্রামের ফাতেমা বেগম, কড়ইয়া গ্রামের শাহিন আক্তার, করইশ গ্রামের মনোয়ারা, হোসেনপুর গ্রামের সুমাইয়া, কোয়া গ্রামের আয়শা, আকানিয়া গ্রামের সুমি আক্তার ও তেগুরিয়া গ্রামের আনোয়ারা বেগম। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এমন একটি সুন্দর অনুষ্ঠানে এসে সম্মানিত হওয়ায় আমরা প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলতে পারছি। দাবীর কথা জানাতে পারছি। এজন্য আমাদের নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যতিক্রমধর্মী নারী সমাবেশে নিম্ন আয়ের হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেন।










