নগরীর ২৫ নং ওয়ার্ডে অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিলেন মহানগর যুবলীগ

স্টাফ রিপোর্টার:
কৃষক বাঁচলে, বাঁচবে দেশ, শেখ হাসিনা’র বাংলাদেশ। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের আহবানে মহামারী করোনা ভাইরাসে কৃষি শ্রমিক সংকটময় সময়ে নগরীর ২৫ নং ওয়ার্ডে অসহায় কৃষকের কৃষি জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌছে দেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদের নেতৃত্বে
যুবলীগের নেতৃবৃন্দ এ ধান কাটায় অংশগ্রহণ করেন।