নবীনগরে মাই টিভির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেন্দ্রীয় গণ-পাঠাগারে রবিবার মাই টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো.তাজুল ইসলামের সভাপতিত্বে ও মাই টিভি’র নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন আহামেদ, নবীনগর থানার ইন্সেপেক্টর (তদন্ত) মো. রাজু আহমেদ, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কল্লোল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মো.আমীনুল হক আল-আমীন, সাংবাদিক মো. সাইদুল আলম সোহরাফ, শাহ্নূর খাঁন আলমগীর, টিটন দাস জয়, পিয়াল চৌধুরী মিঠু, মাধব ঘোষ, মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের দ্বারা নবম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়।