মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীনগরে মাঝির লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
নিখোঁজ হওয়ার চারদিন পর ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পাগলা নদী থেকে এক মাঝির ভাসমান লাশ উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার কৃষ্ণনগর গ্রামের পূর্বপাড়ার গোলাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩২) গত শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। প্রাথমিক পর্যায়ে স্থানীয়রা খোঁজাখুজি করে না পাওয়ায় পুলিশকে জানায়। পুলিশ পরদিন রবিবার ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দলের মাধ্যমে খোঁজাখুঁজি করেও আনোয়ারের কোন সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের পাগলা নদীর তিন মোহনায় নিহতের মরদেহ ভেসে উঠার পর দুপুরে পুলিশ সেটি উদ্ধার করে।

নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া থেকে ডুবুরি দল এসে অনেক খোঁজাখুঁজি করেও আনোয়ারের সন্ধান পায়নি। মঙ্গলবার সকালে পাগলা নদীর তিন মোহনার পাশেই তার মরদেহ ভেসে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন