নাঙ্গলকোটে ঈদ পুর্ণমিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন জনি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুর্ণমিলনী ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর এর সিইও নঈম নিজাম ভুঁইয়া।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন কালু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব কে.এম সিংহ রতন, জেলা পরিষদের সদস্য আবু বকর ছিদ্দিক আবু, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ সচিব (প্রশাসন) একেএম সাহাব উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের আবু, মৌকরা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন। ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রবিউল হোসেন রবির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার বিষয়ক জাবেদ হোসেন পাটোয়ারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।
চলতি বছর এই সংগঠনের আয়োজনে বৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে চুড়ান্ততভাবে উত্তীর্ণ ৪০ জন শিক্ষার্থীকে বৃৃৃৃত্তি প্রদান করা হয়।