নায়লা নাঈমের আইটেম গানের ভিডিও প্রকাশ (ভিডিও)
বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমের আইটেমস গানের ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে সম্প্রতি। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত, ‘রাত্রীর যাত্রী’ সিনেমার আইটেম গান ‘আমি সুন্দরী নারী’ শিরোনামের এ গানটি ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। গানটি ইউটিউবে প্রকাশের কয়েকদিনের মধ্যেই ৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। লায়লা নাঈম লিপের এই গানে কন্ঠ দিয়েছেন বৃটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু ও আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান, অরুনা বিশ্বাস, রেবেকা, সোনিয়া হোসেন, মারজুক রাসেল, শহীদুল ইসলাম সাচ্চু, শিমুল খান, চিকন আলি, জিয়া তালুকদার, লায়লা নাঈম, সাদিয়া আফরিনসহ আরো অনেকে। নির্মাণাধীন এই ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। আইটেম গানের ভিডিও প্রকাশ প্রসঙ্গে পরিচালক জানান, রাত্রির যাত্রী দর্শকদের একটি নতুন স্বাদ দিতে চলেছে চলমান গৎবাঁধা চলচ্চিত্রের ভিড়ের মধ্যে। এছাড়াও, দর্শকরা অভিনেত্রী মৌসুমির এক নতুন অবতার দেখতে চলেছে এখানে। উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সন্ধ্যায় বিএফডিসিতে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। ছবিটি প্রযোজনা করছে ব্যাংক অব অডিও ভিজুয়াল আর্টস।