নিখোঁজের দুই দিন পর চান্দিনায় দুই শিশু বোন সিলেট থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার দুই শিশু বোন নিখোঁজের দুই দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ। শুক্রবার রাতে সিলেট নগরী থেকে তাদেরকে উদ্ধারের পর শনিবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তারা হলেন, চান্দিনা উপজেলার কাদুটি গ্রামের আনিকা সুলতানা ঋতু (১৩) ও মাহিদা আক্তার রিয়া (৮)। ঋতু কংগাই উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, পরিবারের সাথে অভিমান করে ছোটবোনকে নিয়ে ৩১ মে বাড়ি থেকে বের হয়ে যায় ৭ম শ্রেণীর ছাত্রী ঋতু। অনেক খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান না পেয়ে চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরী করে তাদের পিতা। শুক্রবার সন্ধ্যার পর সিলেট শহরে তাদেরকে আটক করে কোতয়ালী পুলিশ। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ সিলেট থেকে তাদেরকে উদ্ধার করে।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, দুই বোন নিখোঁজের পর আমরা বিভিন্ন পুলিশ স্টেশনে ম্যাসেজ পাঠিয়ে দেই। শনিবার সকালে উদ্ধার হওয়া দুই বোনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করি।