নিখোঁজ হওয়ার ২ দিন পর ফাইজুলের ভাসমান লাশ উদ্ধার করল পুলিশ

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের পাগলা নদী থেকে শুক্রবার দুপুরে প্রবাসী ফাইজুল ইসলাম (২৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের আবদুল রসুলের ছেলে ফাইজুল গত বুধবার পুলিশের ভয়ে বাবাকে নিয়ে গ্রাম ছেড়ে পালানোর সময় পাগলা নদীতে নৌকা থেকে পানিতে পড়ে যায়। পরে ফাইজুলের বাবা সাতার কেটে বেঁচে গেলেও বাচঁতে পারেনি ফাইজুল। গত দুইদিন অনেক খোঁজাখুজির পর শুক্রবার ওই নদীতে ফাইজুলের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ওসি আসলাম সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।