নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
President of Bangladesh Awami League Sheikh Hasina congratulates Donald J. Trump on his election as the 47th President of the United States of America.
——-
The President of the Bangladesh Awami League, (Prime Minister) #SheikhHasina, has congratulated Donald J. Trump on his… pic.twitter.com/5F1PeD9oFB— Awami League (@albd1971) November 6, 2024
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে. ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে এই বড় জয় ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের প্রতিফলন এবং আমেরিকার জনগণের তার প্রতি গভীর আস্থার প্রতিফলন।
শেখ হাসিনা তার প্রথম প্রেসিডেন্সির সময় ডোনাল্ড জে. ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সাথে আলোচনার স্মৃতি স্মরণ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ কামনা করেন এবং যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।