শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২৪
news-image

নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়েই গুলিবিদ্ধ গোবিন্দ, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা গোবিন্দা নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার ভোর ৫টার দিকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সাতসকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় এই ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে, যা নিজের রিভলভার থেকে বেরিয়েছিল। এরপর তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর অনুযায়ী, সেই সময় গোবিন্দা, যিনি শিবসেনা নেতা হিসেবেও পরিচিত, বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তিনি তার বন্দুক পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি ছিটকে বেরিয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান গোবিন্দা এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

বর্তমানে মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন গোবিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনাটি কীভাবে ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ইতোমধ্যেই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে।

আর পড়তে পারেন