শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
news-image

পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট:

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসছে। কিছুদিনের মধ্যেই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামসহ উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধিরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া চলতি মাসের শেষের দিকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

কোটা বাতিল আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের দাবি ও গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর থেকে ছয় মাসের বেশি সময় পার হয়ে গেছে। দেশ পুনর্গঠনে ঐকমত্য তৈরির লক্ষ্যে গত সেপ্টেম্বরে শিক্ষার্থীরা জাতীয় নাগরিক কমিটি গঠন করেন। এই কমিটির পক্ষ থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা এ মাসেই আসতে পারে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, নতুন দলের কার্যক্রমে যোগ দিতে তিনি এবং উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করা শিক্ষার্থী প্রতিনিধিরা কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন। তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ও আলোচনা চলছে। এই দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থাকা সম্ভব নয়। যদি আমি এই দলে যেতে চাই, তাহলে সরকার থেকে পদত্যাগ করব।”

তিনি আরও বলেন, “আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তা করছি। যদি মনে করি সরকারের চেয়ে মাঠে গিয়ে জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি, তাহলে সরকার ছেড়ে দিয়ে নতুন দলের প্রক্রিয়ায় যুক্ত হব।” চলতি মাসেই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের নিয়ে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলে জানিয়ে তিনি বলেন, “আর কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।”

এছাড়া, নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট হওয়ায় সরকারের সঙ্গে তাদের দূরত্ব কমেছে বলেও মনে করেন নাহিদ ইসলাম।

আর পড়তে পারেন