পানিবন্দী মানুষের চাহিদা তুলনায় সরকারী সাহায্য অপ্রতুল: ডা. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন,
বন্যাকবলিত মানুষ খাবার, জ্বালানি, বিশুদ্ধ পানির সংকটে ভুগছে। বন্যার পানি থেকে রক্ষায় কোনো কোনো এলাকায় ঘরবাড়ি ছেড়ে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে।। গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন বানভাসি মানুষ। পানিতে চারদিক তলিয়ে যাওয়ায় তারা এখন নি:স্ব। এসব এলাকায় স্থানীয়ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে পানিবন্দী মানুষকে প্রতিনিয়ত সহযোগীতাতা করা হচ্চে।সেই তুলনায় সরকারি সাহায্য অপ্রতুল। অবিলম্বে সরকারকে পানিবন্দী মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং বন্যা পরবর্তি সময় পূর্ন্যবাসন কারার আহব্বান জানান।
রবিবার সকাল থেকে কুমিল্লার -১১ সংসদীয় চৌদ্দগ্রাম উপজেলার আলকরা,শুভপুর,মুন্সিরহাট, গুনবতী ইউনিয়নে বন্যা কবলিত পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন।
ডা.তাহের আরো বলেন,অঞ্চলে শতবর্ষে কেউ এরকম বন্যা দেখেনি।কয়েকদিনের বন্যা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে পানি, খাবার ও ওষুধ সঙ্কটে ভুগছেন। জামায়াত-শিবির নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালব।
খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পাবনা জেলা বেড়া উপজেলা আমীর আতাউর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারী কাজী মোঃ ইয়াছিন, পৌর জামায়াতের জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম,। সংশ্লিষ্ট ইউনিয়নের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
এরআগে সকালে নেতাকর্মীদের একটি বিশাল বহর সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে অভ্যর্থনা জানায়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির এই সময়ে গরীব ও অসহায় মানুষ সাবেক এমপি ডাঃ তাহেরকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
অপরদিকে বুড়িচং পানি বন্দী মানুষের মাঝে কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ দদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল মতিন ও সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ বুড়িচং বিপাড়া দেবিদ্বার মুরাদনগর এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেন।
অপরদিকে কুমিল্লা জেলা দক্ষিনের সেক্রেটারী ড.সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকির নেতৃত্বে মনোহরগন্জ লাকসাম,নাঙ্গলকোট পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।