পাসের হারে এগিয়ে কুমিল্লা, জিপিএ ৫-এ ঢাকা
সেলিম সজীবঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের পাশাপাশি জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে এবার ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। যার মধ্যে ৯৯১ জন ছাত্র ও ১ হাজার ৩৮৪ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।
এবার পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কুমিল্লা বোর্ড। তবে, জিপিএ ৫-এ এগিয়ে আছে ঢাকা বোর্ড।
এবছর ঢাকা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৯৮ হাজার ৫৪১ জন, যার মধ্যে ২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১৮৭ জন। আর কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৫ হাজার ২৮০ জন, যার মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন।
বুধবার (১৭ জলাই) সকাল ১০টার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।