শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পিএসজিতে মেসি-নেইমার বন্ধুত্বে জ্বলতেন এমবাপ্পে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৮, ২০২৫
news-image

পিএসজিতে মেসি-নেইমার বন্ধুত্বে জ্বলতেন এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোমারিওর একটি পডকাস্টে পিএসজিতে কাটানো দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। আলোচনা করতে গিয়ে উঠে এসেছে প্যারিসের ক্লাবটিতে তার অভিজ্ঞতা, সহ-খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক এবং সেখানকার গোপন কিছু অশান্তির কথা।

নেইমার জানিয়েছেন, পিএসজিতে থাকাকালীন কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক শুরুতে ভালোই ছিল। কিন্তু ২০২১ সালে লিওনেল মেসি ক্লাবে যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে যেতে থাকে। নেইমার দাবি করেন, মেসির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব এমবাপ্পেকে হিংসাত্মক করে তুলেছিল। এমবাপ্পের মধ্যে একটি অহংবোধ ছিল, যা দলের পারফরম্যান্সকেও নেতিবাচকভাবে প্রভাবিত করত।

পডকাস্টে রোমারিওর এক প্রশ্নের জবাবে নেইমার বলেন, “না, এমবাপ্পে বিরক্তিকর নয়। তবে আমাদের মধ্যে কিছু ব্যক্তিগত মনোমালিন্য ছিল। শুরু থেকেই আমরা জানতাম, সে ক্লাবের মূল তারকা। আমি তাকে ‘গোল্ডেন বয়’ বলে ডাকতাম এবং সব সময় তাকে সাহায্য করতাম। আমরা একসঙ্গে খেতাম, খেলতাম। তবে মেসি আসার পর পরিস্থিতি পাল্টে যায়। সে আমার সঙ্গে অন্য কারও ঘনিষ্ঠতা মেনে নিতে পারত না।”

পিএসজির ভয়ংকর আক্রমণ ত্রয়ী—নেইমার, মেসি ও এমবাপ্পে—দেখতে যতটা ভয়ংকর মনে হতো, মাঠে ততটা কার্যকর ছিল না। নেইমারের মতে, এর কারণ ছিল খেলোয়াড়দের মাঝে থাকা অহংবোধ। তিনি বলেন, “অহংকার থাকা ভালো, তবে মনে রাখতে হবে, দলগত খেলা একার পক্ষে সম্ভব নয়। যদি একা দৌড়ান এবং অন্য কেউ সাহায্য না করে, তাহলে কিছুই জেতা সম্ভব নয়।”

মেসি, নেইমার ও এমবাপ্পে এখন তিনটি ভিন্ন দলে। ২০২৩ সালে মেসি পাড়ি জমান ইন্টার মায়ামিতে। নেইমার যোগ দেন সৌদি আরবের আল হিলালে। অন্যদিকে এমবাপ্পে ২০২৪ সালে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে।

আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হলে নেইমারের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে নিশ্চিত কিছু না বললেও তিনি ব্রাজিলে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেননি।

আর পড়তে পারেন