প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ তারকা রদ্রি
প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ তারকা রদ্রি
২০২৪ সালে বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ছেলেদের ফুটবলে ৬৪ বছর পর কোনো স্প্যানিশ খেলোয়াড়ের হাতে উঠল ব্যালন ডি’অর। একইসঙ্গে ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছেন ২৮ বছর বয়সী এই তারকা। তার হাতে এই প্রতীক্ষিত গোল্ডেন বল তুলে দেন ১৯৯৫ সালে ব্যালনজয়ী লাইবেরিয়ার কিংবদন্তি জর্জ উইয়াহ।
রদ্রি এ বছর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিনিসিয়ুস জুনিয়রসহ শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পিছনে ফেলেছেন। ফ্রান্স ফুটবল সাময়িকীর জুরি বোর্ডে এই স্প্যানিশ তারকাই সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার পরে অবস্থান করেছেন ভিনিসিয়ুস, দানি কারভাহাল, জ্যুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পে এবং লাউতারো মার্টিনেজ।
পুরস্কার গ্রহণের জন্য প্যারিসের থিয়েটার দু শাটলেটে ক্রাচে ভর দিয়ে প্রবেশ করেন রদ্রি। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলার সময় তিনি এসিএল ইনজুরিতে পড়েন এবং এখন মাঠের বাইরে আছেন।
সর্বশেষ ১৯৬০ সালে বার্সেলোনার স্প্যানিশ তারকা লুইস সুয়ারেজ ব্যালন ডি’অর জিতেছিলেন, যা এতদিন স্পেনের পুরুষ ফুটবলের একমাত্র পুরস্কার ছিল। অন্যদিকে, ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় আগে ব্যালন পাননি। এদিক থেকে রদ্রি ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড়।
গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে রদ্রি ৬৩টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১২টি ও অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ এবং স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। এই সাফল্যের জন্যই তিনি ব্যালন ডি’অরের জন্য যোগ্য বিবেচিত হন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আইভরিকোস্টের সাবেক তারকা দিদিয়ের দ্রগবা ও ফরাসি সংবাদমাধ্যম লেকিপের স্যান্ডি হেরিবার্ট। যদিও রদ্রির ব্যালন জয়ের গুঞ্জন আগে থেকেই ছড়িয়ে পড়েছিল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি কিছুটা রোমাঞ্চ কমিয়ে দেয়।
অনেকের মতে, ভিনিসিয়ুসের ব্যালন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল। কিন্তু রদ্রির জয়ের গুঞ্জন শোনা যাওয়ার পরই পুরো রিয়াল মাদ্রিদ দল এই অনুষ্ঠান বয়কট করে এবং প্যারিসের ফ্লাইট বাতিল করে। এর ফলে অনুষ্ঠানে ছিলেন না ভিনি, কারভাহাল, এমবাপ্পে এবং কোচ আনচেলত্তি। তবুও পুরুষ ফুটবলের সেরা ক্লাব হিসেবে পুরস্কার পায় রিয়াল মাদ্রিদ, যা গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতে নেয়। এছাড়া পুরুষ ফুটবলের সেরা কোচের ট্রফি পেয়েছেন রিয়াল বস আনচেলত্তি। সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন পিএসজির এমবাপ্পে, এবং এই পুরস্কার সমান সংখ্যক গোল করে যৌথভাবে জিতেছেন হ্যারি কেইনও।