সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে সদর দক্ষিণ মডেল থানা ও আর্ট নার্সিং কলেজের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার ॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩-তম জন্মদিনে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ও কুমিল্লা আর্ট নার্সিং কলেজের উদ্যোগে পদুয়ার বাজার বিশ^রোডসহ আশে-পাশে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন করা হয়।

শনিবার সকালে কুমিল্লা আর্ট নাসিং কলেজ হতে ডেঙ্গুজর প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান র‌্যালী বের করে। পদুয়ার বাজারসহ মহাসড়কের আশে-পাশে ফুটপাত হকারমুক্ত ও গণসচেতনামূলক এই অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল হাই বাবলু।

কুমিল্লা আর্ট নার্সিং কলেজের চেয়ারম্যান মোঃ শেখ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ মামুন অর রশিদ (পিপিএম), ইন্সপেক্টর (তদন্ত) কমল কৃষ্ণ ধর, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন চাষী, সাংগঠনিক সম্পাদক এইচ এম মহিউদ্দিন প্রমূখ।

আর পড়তে পারেন