প্রেমের রীতি

এ কে সরকার শাওন:
প্রতি মুহুর্তে যে আসে যায়
তোমার গহীন অন্তরে।
তাঁকেই ভুলতে খিল মেরে
বদ্ধ আজ নিজেই ঘরে!
এ দুঃখ বলবে কারে?
যার নিশ্বাসের শব্দ শোন
শয়নে স্বপনে শিয়রে।
বাতাসে শোন যার কন্ঠ
দিনের অষ্ট প্রহরে।
তাঁকে ভুলবে কী করে?
ক্ষণ কালেও ভুলেছো কি তারে
হাজার চেষ্টা করে?
যে গায় নিত্য অবিনাশী গান
হৃদয়ের সুরে সুরে।
তাঁকে তাড়াবে কী করে?
আছে কী এমন শক্তি
যে তাঁকে ভোলাতে পারে?
সে ছিলো আছে থাকবে
চিরকাল তোমার অন্তরে।
পারো তো সরাও তারে
একটি মুহুর্তের তরে!
মন চেয়েছো মন পেয়েছো
আজ কেন ঠেলো দূরে?
কোন সুখে গিয়েছো বখে
জোড়া অন্তর ছিড়ে?
যে জোড়া লাগে বারে বারে!
কে ছিঁড়িতে পারে তারে?
ইচ্ছে করে রয়েছো দূরে
কোটি বছর ধরে!
থাকো তুমি আরো কোটি বছর
মুছে ফেলতে তাঁরে।
সে তো রয়েছেই দূরে!
দূরে কাছে কী ভেদ আছে
প্রেম পিয়াসীর অন্তরে?
মুছতে মুছতে ছিড়ে যাবে
তোমার অন্তর খানি?
সেখানেও দেখবে তাঁরই ছবি
তাঁর হৃদয়ের ঝলকানি!
জবাব পেলে অভিমানিনী?
গিয়েছো সরে শত শর মেরে
ফিরবেই পূর্ণিমা রাতি।
সশরীরে না হোক অশরীরে
জ্বলাবেই প্রেমের বাতি!
এটাই প্রেমের রীতি!
কবিতাঃ প্রেমের রীতি
কাব্যগ্রন্থঃ আলো ছায়া
কবি এ কে সরকার শাওন।