রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: পাতার বিছানা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২২
news-image

রেজাউল করিম (সাকিব):

এই মধ্য রাতে,আকাশে তারা জ্বলে,
অন্ধকারে বাতাস এসে, ঘুমাতে বলে
মন বলে তাকে তোমার ছোঁয়াতে
তারা ভরা আকাশ দেখে ঘুম কি আসে
ঝিঁঝিঁর বাঁশির সুরে
চারদিক ঘুমিয়ে পড়েছে
ঘুমানো গাছ গুলোর
মাটিতে পড়ে থাকা পাতায় হেটে চলা

মর মর শব্দে আমি একা
মিটিমিটি আলোর দেখা
এই তো জোনাক পোকা
কে বলে আমি একা
এই মধ্যরাতে
হাসনাহেনা ফুলের ঘ্রাণে
মন কেড়ে নেয় ঘ্রাণের মুগ্ধতাকে
নিরবে হুতুম পেছা ডাকে
ভয়ানোক ভাবে একলা ডালে বসে
এই মধ্যরাতে
খেক শিয়াল ডাকে
যেন ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করে।

একলা একা চাঁদটি আকাশে,
চাঁদের আলো বলে আমায়
হে রাতের সৌন্দর্য্য উপভোগ কারী,
ঘুমিয়ে যাও তাড়াতাড়ি
আমরা তোমাদের ঘুম পাড়াতে জাগি
পাখির বাসায় পাখিদের মতো
চাঁদের আলোয়,চোখ দুটি ঘুমিয়ে যায়
বাতাসের স্নিগ্ধতায়
কুড়ে ঘরের শুকনো পাতার বিছানায় ।

আর পড়তে পারেন