শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝরা মুকুল-শিলু জামান

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৮
news-image
জলহীন পুকুরে ছিপ ফেলে
বৃথাই মাছ ধরার মিথ্যে চেষ্টা দু- কোদাল মাটির নিচে
হয়তো স্বচ্ছ জলের কলকেলী।
একটা অপেক্ষমান বৃষ্টি প্রেম মোহনায়
চোখাচোখি বর্ষা ঋতুর সেই কালো মেঘে কালবৈশাখীর মাতম হাওয়া ।
ঝরা পাতার মুড়মুড়ে শব্দের শনশন আওয়াজে
শুকনা ডালের কষ্ট আকুতি পড়েনা দৃষ্টি প্রকৃতির খেয়ালে।
শুধু যাওয়া আসার পথে যে পাতা মাড়ায়, পথিক ঘুরে দেখেনা কষ্টটা কার ?
কান্নায় বুক ফাটে শুধু বৃক্ষের ।
অপূর্ণ চাঁদে যেমন হয়না পূর্ণিমা জলহীন পুকুর
পায়না মাছ ধরার পূর্ণতা তেমনি পাতাহীন গাছ হয়না সম্পূর্ণা
বৃষ্টিহীন হয়না বর্ষার সফলতা।
 

আর পড়তে পারেন