শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, আর্জেন্টিনা শীর্ষে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। তবে এরপরও ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি করেছে হ্যাভিয়ের কাবরেরার দল। ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ১৮৩তম অবস্থানে, আগে যা ছিল ১৮৫তম। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীসহ দলটির খেলোয়াড়রা এই অগ্রগতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখনও আর্জেন্টিনা। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৮৬.১৬। অন্যদিকে, ব্রাজিল একটি জয় ও একটি হার দিয়ে ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই রয়ে গেছে।

স্পেন ১ জয় ও ১ ড্র করে ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে চলে এসেছে। ফ্রান্স (১৮৫৪.৭১ পয়েন্ট) এখন তৃতীয়, ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের ১ জয় ও ১ হার হয়েছে। ইংল্যান্ড (১৮১৯.২০ পয়েন্ট) চতুর্থ স্থানে অপরিবর্তিত রয়েছে। নেদারল্যান্ডস (১৭৫২.৪৪ পয়েন্ট) ষষ্ঠ স্থানে উঠে এসেছে, অন্যদিকে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল (১৭৫০.০৮ পয়েন্ট) এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, ৭ ধাপ এগিয়ে তারা এখন ১৬২তম স্থানে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ ৮ ধাপ পিছিয়ে ১২৮তম স্থানে নেমে গেছে।

এশিয়ার দলগুলোর মধ্যে জাপান (১৬৫২.৬৪ পয়েন্ট) সবচেয়ে এগিয়ে, তাদের অবস্থান ১৫তম। এশিয়ান ফুটবলে তাদের আধিপত্য এখনও অক্ষুণ্ণ।

এই র‍্যাঙ্কিং আপডেটে দেখা যাচ্ছে, কিছু দল তাদের অবস্থান ধরে রেখেছে, আবার কেউ কেউ উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি করেছে। বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এখনও অনেক পথ এগোতে হবে আন্তর্জাতিক ফুটবলে স্থিতিশীলতা আনতে।

আর পড়তে পারেন