মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবল ইতিহাসে মেসির নতুন রেকর্ড

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৬, ২০২৪
news-image

ফুটবল ইতিহাসে মেসির নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট:

দুই ম্যাচের হতাশা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবার জয়ে ফিরেছে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত গোল উৎসব করেছে আলবিসেলেস্তেরা। দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জয়ে ফেরার এই ম্যাচে তিনি নিজে করেছেন তিনটি গোল এবং সতীর্থদের জন্য করিয়েছেন দুটি। ম্যাচ শেষে আর্জেন্টাইন কাপ্তানের রেটিং পয়েন্ট ১০ এ ১০।

কলম্বিয়ার কাছে হার এবং ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর আর্জেন্টিনার একটি জয়ের প্রয়োজন ছিল, আর সেই জয়টি তারা তুলে নিল ৬-০ গোলে। এটি দলটির ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ গোলের রেকর্ড।

লিওনেল মেসির পাশাপাশি এই রেকর্ড গড়ার দিনে আর্জেন্টিনার স্কোরশিট ভারি করেছেন লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা। এর মধ্যে মার্তিনেজ এবং আলভারেজের গোলে অ্যাসিস্ট ছিল মেসির।

এদিকে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখতে এখন মেসির নাম রয়েছে। ১৮৭২ সালে ফিফার প্রথম অফিসিয়াল ম্যাচে স্কটল্যান্ড এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই থেকে ফুটবল দুনিয়া পেরিয়ে গেছে ১৫২ বছর। আজকের আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচের মাধ্যমে গোল অবদানের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন মেসি। ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৮৪৬ এবং অ্যাসিস্ট ৩৭৭টি। সব মিলিয়ে ১,২২৩ গোলের অবদান রয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার। অফিসিয়াল ম্যাচের হিসেবে এটিই সর্বোচ্চ।

আর পড়তে পারেন