সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৯, ২০২৪
news-image

ফেনীর বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭

ডেস্ক রিপোর্ট:

ফেনীর বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী এবং ৩টি শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করার চেষ্টা চলছে।

ফেনী জেলা প্রশাসন বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, ফেনীর বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। পানি কমতে শুরু করায় বিভিন্ন জায়গা থেকে গলিত মরদেহ উদ্ধার হচ্ছে।

নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা এলাকার সাহাব উদ্দিন (৭২), মধুগ্রামের দেলোয়ার হোসেন (৪২), ফুলগাজী উপজেলার শাকিলা আক্তার (২২), কিরণ (২০), রাজু (২০), কিসমত বাসুড়ার আবুল খায়ের (৫০), লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ তারেক (৩২), রজবের নেচা (২৫), সোনাগাজী উপজেলার নাঈম উদ্দিন (২৮), আবির (৩), নুর মোহাম্মদ মিরাজ (৮ মাস) এবং জাফর ইসলাম (৭)।

ভারতীয় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ৬টি উপজেলা প্লাবিত হয়ে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেক মানুষ পানির স্রোতে ভেসে গেছেন।

আর পড়তে পারেন