শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ।

রবিবার (৬ ডিসেম্বর ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় ওই বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা লিটন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।

লিটন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা রাতের অন্ধকারে ভাঙচুর করেছে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম-আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আবদুর রহমান মানিক সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম মেম্বার, গোলাম আব্বাস গনি, মো. জসিম উদ্দিন, মো. আবদুল হাকিম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা যাদব রায়, ইমতিয়াজ আহমেদ জাকির, মহিবুল হাসান মাহফুজ প্রমুখ।

আর পড়তে পারেন