শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এনএসআই এর অভিযানে ৮ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০২১
news-image

 

ইসতিয়াক আহমেদঃ

কুমিল্লা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় কুমিল্লা জেলা নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নগরীর অশোকতলা এলাকার মেট্রো কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ পণ্যগুলো উদ্ধার করে।

উক্ত অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় বাবা জর্দা, রত্নাটোবাকো, বাজাজ আমলা, পান মাসালা, কাস্তুরী জর্দাসহ প্রায় ৮০.২৬ কেজি (বর্তমান বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা) পণ্য উদ্ধার করে। এসময় পণ্য বহনকারী মোঃ আমীর হোসেন, মেট্রো কুরিয়ার সার্ভিসের কর্মচারী আব্দুল রহিম ও মোঃ শামীম নামের তিনজনকে প্রাথমিকভাবে আটক করে।

পরে গোয়েন্দা সংস্থা (এনএসআই) কুমিল্লা কার্যালয়ের পক্ষ থেকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনরেট কুমিল্লা কার্যালয়কে অভিযানের বিষয়টি অবহিতপূর্বক আটককৃত পণ্যসহ তিনজনকে হস্তান্তর করে।

উল্লেখিত, চোরাই পথে আনা ভারতীয় অবৈধ পণ্যগুলো কুমিল্লা থেকে ঢাকা বংশালে আলাউদ্দিন নামে এক ব্যক্তির ঠিকানায় পাঠানোর জন্য মেট্রো কুরিয়ার সার্ভিসে আনা হয়।

আর পড়তে পারেন