বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন উপলক্ষ্যে কুমিল্লায় ব্যাপক কর্মসূচি
আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন উপলক্ষ্যে কুমিল্লায় ব্যাপক কর্মসূচির প্রস্তুতি নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত ২ টায় “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” উৎক্ষেপন কুমিল্লা টাউন হল মাঠে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়া ১৩ মে রবিবার বিকেল ৩ টায় টাউন হল মাঠে আনন্দ র্যালি, রোড শো ও আলোচনা সভার অনুষ্ঠিত হবে।
কুমিল্লার সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।