রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যায় কুমিল্লা সদর দক্ষিণে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২৪
news-image

সালাউদ্দিন সোহেল:
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা ।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে। উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি। গ্রামগুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে। প্রতিদিন বেড়েই চলেছে এসব অঞ্চলের বন্যার পানি । ফলে নতুন করে আক্রান্ত হতে পারে আরো অনেক গ্রাম। এভাবে প্রতিদিন বন্যার পানি বাড়তে থাকলে পরিস্থিতি আরো অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ত্রান’ই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত অঞ্চলের মানুষের একমাত্র ভরসা।
ইতিমধ্যে সদর দক্ষিণ উপজেলায় বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট।পর্যাপ্ত ত্রাণ মিলছে না বলে তাদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ফেনী এবং বুড়িচং এর মত সদর দক্ষিণ উপজেলার বন্যা পরিস্থিতি বিভিন্ন মিডিয়াতে তেমন প্রচার প্রচারণা না হওয়াতে অনেক সংগঠনের নজরে আসছে না সদর দক্ষিণের বন্যা পরিস্থিতি। যার ফলেই বেশিরভাগ সংগঠনের লোক ফেনী এবং বুড়িচং উপজেলায় ত্রাণ সামগ্রী নিয়ে গেলেও ত্রাণ নিয়ে আসছে না সদর দক্ষিণে।

ব্যক্তিগত এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের উদ্দেগে গেল কয়েকদিন এ অঞ্চলে শুকনো খাবারও বিশুদ্ধ পানি বিতরণ করলেও পর্যাপ্ত হচ্ছে না বলে অভিযোগ করেন অনেক বন্যা কবলিত মানুষ।মেইন রোড থেকে দূরবর্তী গ্রামগুলোতে খাবার পৌঁছে না বলে অভিযোগ করেন অনেকে।

এ বিষয়ে অনেক স্বেচ্ছাসেবীরা বলেন রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পর্যাপ্ত নৌকার অভাবে মেইন রোড থেকে দুই তিন কিলোমিটার দূরের গ্রামগুলোতে খাবার পৌঁচাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।
এভাবে আর কয়েকদিন চলতে থাকলে হয়তো বিশুদ্ধ পানি এবং পর্যাপ্ত খাবারের অভাবে মারা যাবে সদর দক্ষিণ উপজেলার বন্যা কবলিত মানুষগুলো।

আর পড়তে পারেন