শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৬, ২০২৪
news-image

বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

বরুড়ায় অর্জুনতলা দিগন্ত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ অক্টোবর) শনিবার সকাল ১০ টার দিকে অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিগন্ত সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজন অনুষ্ঠিত হয়।

এই সময় দিগন্ত সমাজ কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন অর্জুনতলা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জুয়েল হোসেন, মোহাম্মদ সামসুল হক, মোহাম্মদ কামাল হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিগন্ত সমাজ কল্যাণ পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য দেওয়ান মাহাতাব উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিএম এনামুল হক শাহীন ভূঁইয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সোলাইমান হোসেন, সদস্য মোহাম্মদ রাশেদ হোসেন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ফয়সাল হোসেন, মোঃ সজিব হোসেন, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোঃ আব্দুল কাদের মহিন, মোঃ ইমন হোসেন, রাফি উদ্দিন, খোরশেদ আলম, তারেক প্রমুখ।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে সবুজায়ন এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে বেশি বেশি গাছ লাগানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আর পড়তে পারেন