বরুড়ায় জোরপূর্বক জায়গা দখল ও মারধরের অভিযোগ

এমডি আজিজুর রহমান :
কুমিল্লার বরুড়া থানায় উপজেলার লক্ষিপুর বদরপুর গ্রামের গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র ছফিউল্লার পৈতৃক সম্পত্বির জোরপূর্বক দখল ও মারধরের অভিযোগ।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বদরপুর গ্রামের মৃত রুস্তম আলী ২৮ ফেব্রুয়ারী ১৯৭৬ সালে বদরপুর মৌজায় ৩৫৬ দাগে সাড়ে ১০ শতক সম্পত্তি মৃত আলী আহমদের কাছ থেকে ক্রয় করে। ঐ সম্পত্তির সাড়ে ৮ শাতাংশ জায়গা আলী আহমদের পুত্র আমীর হোসেন জোরপূর্বক দখল করে। এ নিয়ে আদালতে মামলা চলমান। ২৪ জানুয়ারী বুধবার দুপরে ছফিউল্লার পরিবারের লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় গালমন্দ করে আমির হোসেন ও তার পরিবরের লোকজন।
এর জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি ছোটা নিয়ে হামলা করলে ছফিউল্লার স্ত্রী ও ভাই আহত হয়। এ ঘটনায় গতকাল ছফিউল্লাহ বাদী হয়ে ৭জনকে অভিযুক্ত করে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আমির হোসেন বলেন, আমার বিরুদ্ধে এ অভিযোগটি সঠিক নয়।