বরুড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৪, মহিলা ভাইস-চেয়ারম্যান ১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
সোমবার সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ.এন.এম মঈনুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মনোনীত ইরফান বিন তোরাব আলী, ওয়ার্কাস পার্টি মনোনীত মোশারেফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী এড. আরিফুল ইসলাম, যুবলীগ নেতা সোহেল সামাদ, আ’লীগ নেতা বাহাদুরুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল হোসেন, মো. শাহিনুর হোসেন, নূরে আলম সিদ্দিকী, মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী কামরুন্নাহার শিখা। চতুর্থ ধাপে ৩১ মার্চ বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।