বরুড়া পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

এমডি আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা বরুড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাবেক ঢাকা মহানগর (উঃ) ছাত্রলীগের সহ-সভাপতি ও বরুড়া পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম ফারুক রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা (দঃ) জেলা আ‘লীগের সহ-সভাপতি ও বরুড়া উপজেলা আ‘লীগের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বরুড়া উপজেলা আ‘লীগের সদস্য সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও বরুড়া উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক সোহেল সামাদ, বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জিয়াউল কাউসার, বকতিয়ার হোসেন, বরুড়া উপজেলা স্বোচ্ছাসেবকলীগ নেতা সাবেক ভিপি জামাল হোসেন ভূইয়া, পৌরসভা আওয়ামী যুবলীগ আহ্বায়ক শাহিনুর হোসেন, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির, পৌরসভা আওয়ামী আওয়ামীগের যুগ্ম- আহ্বায়ক ইকবাল হোসেন, বরুড়া পৌর আওয়ামী যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ঈমাম হোসেন গাজী, মিজানুর রহমান, বরুড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মিজানুর রহমান, কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাঈল হোসেন মোল্লা, বরুড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদার, পৌরসভা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাছির উদ্দিন খান (নাছিম), মহিলা আওয়ামীগ নেত্রী কামরুননাহার।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আ‘লীগ সদস্য মনির হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আরেফিন জয় সাধারণ সম্পাদক বায়েজীদ বোস্তামী, কুমিল্লা (দঃ) জেলা ছাত্রলীগের সদস্য ও বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কলেজ শাখা ছাত্রলীগ সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান ভূইয়া, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।