শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্ষীয়ান  রাজনীতিবিদ ড. মোশাররফের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা বিএনপির দোয়া মাহফিল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২১, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা’র তিতাস উপজেলার প্রতিষ্ঠাতা,বর্ষীয়ান নন্দিত রাজনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় গাজীপুরের তিতাস ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী।

তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মো.তৌফিক মীর,মো. রমিজ উদ্দিন লন্ডনী ও মো.মহিউদ্দিন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন সরকার,হোমনা উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল হক জহর,দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা প্রমূখ।

মিলাদ মাহফিলে সূরা ফাতেহা ও সূরা এখলাস পাঠ শেষে কিংবদন্তি রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

আর পড়তে পারেন