বাংলাদেশী প্রতিষ্ঠান খান গ্রুপের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন রাষ্ট্রদূত

ইউসুফ পাটোয়ারি লিংকন, কাতার:
কাতারের রাজধানী দোহা থেকে ৩৪ কিলোমিটার দূরে নতুন শিল্পনগরী বিরকাতুল আওয়ামীর এলাকায় বাংলাদেশী সফল উদ্যোক্তা শাহ আলম খানের উদ্যোগে প্রতিষ্ঠিত খান গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মোঃ জসিম উদ্দিন, এনডিসি। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ।শাহ আলম খান সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আমাদের কাতার প্রতিনিধি জানান, উদ্যোক্তা শাহ আলম খান তাঁ কিউ মার্ট হাইপার মার্কেট, মারহাবা রেস্টুরেন্ট, এমিউস ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানী, ফ্রান্স লিমোজিন অফিস, সেলুন ও অটো ইলেক্ট্রিক সপ পরিদর্শন শেষে শ্রমিকদের বাসস্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রেস্টুরেন্টের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা কালে তিনি প্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশী পণ্যের বিপুল সমাহার দেখে তিনি অভিভূত হন। শাহ আলম খানের মতো অন্যান্য প্রবাসীরাও প্রবাসের বুকে বাংলাদেশকে তুলে ধরতে সক্রিয়ভাবে কাজ করলে বাংলাদেশের ভাবমূর্তে আরও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ স্কুল ও কলেজের শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, সভাপতি মন্ডলির সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে.এম. আমিনুল হক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ নিজাম সহ প্রতিষ্ঠানের বিভিন্নদেশীয় কর্মকর্তাবৃন্দ।
নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।