সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্ন ইনস্টিটিউট হচ্ছে শেখ হাসিনার নামে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৪, ২০১৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চানখাঁরপুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হচ্ছে। ৫০০ শয্যাবিশিষ্ট এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর আগামী মাসে স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানান।5f1d4575e2c52f900fee95d6428a1055-1

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক সহিংসতার কারণে অনেকে আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। কিন্তু অনেকের স্থান সংকুলান হচ্ছিল না। ওই সময় প্রধানমন্ত্রী রোগীদের মায়ের মমতায় খোঁজ-খবর নিয়েছেন। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই এই ইনস্টিটিউটের নামকরণ করার।’

এই ইনস্টিটিউট নির্মাণে ভারত অর্থায়ন করবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের ১৮টি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে নয়টিতে বার্ন ইউনিট আছে। আগুনে পোড়া রোগীর সংখ্যা বাড়ায় একটি পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে এটি নির্মাণ করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রূপান্তরিত হচ্ছে ইনস্টিটিউটে। গত ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

আর পড়তে পারেন