বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
বাহরাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে রবিউল আলম (৩৭) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রবিউল আলম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আতর ইসলামের দ্বিতীয় পুত্র। তিনি এক সন্তানের জনক ছিলেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১ টায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানান, রবিউল জীবিকার সন্ধানে বাহরাইন রয়েছেন অনেক বছর ধরে। বিগত ১ বছর পূর্বে সে ছুটিতে দেশে এসে ২-৩ মাস থেকে আবারো প্রবাসে ফেরত যায়। বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে অতিরিক্ত গরমে রাস্তার মধ্যে পড়ে যায়। এসময় পাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।