রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে পড়ে লাশ হলো দুই শিশু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৪, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আমতলিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শহিদ মিয়ার মেয়ে মাহি আক্তার (৯) ও আশরাফ আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে একই বংশের ফুফু-ভাতিজি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে খেলা করছিল শিশু মাহি ও রুমা। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশে পুকুরে তারা পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি রাজু আহমেদ, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন