বিজিবি কুমিল্লা সেক্টরের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টারঃ
বিজিবি কুমিল্লা সেক্টরের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১০ বিজিবির সদর দপ্তর কার্যালয়ের মাল্টি পারপার্স হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রবিবার দুপুরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এনডিসি, পিএসসি।
এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, এনডিসি, পিএসসি এবং সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন, বিজিবিএম, পিবিজিএম ।
এছাড়া কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা এনএসআইয়ের যুগ্ম পরিচালক গাজী মোঃ আলীম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।