শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনামূল্যের বই খোলাবাজার থেকে জব্দ, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: ডিবি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৩, ২০২৫
news-image

বিনামূল্যের বই খোলাবাজার থেকে জব্দ, কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: ডিবি

ডেস্ক রিপোর্ট:

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিতরণের উদ্দেশ্যে পাঠানো বই খোলাবাজারে বিক্রি ও মজুতকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় দুইটি ট্রাকভর্তি ১০ হাজার বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে বাংলাবাজারের ইস্পাহানি গলির একটি গোডাউন থেকে এসব বই উদ্ধার করা হয়। বইগুলো প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির। চক্রটির সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অথবা ছাপাখানার কেউ জড়িত কিনা, তা তদন্ত করা হচ্ছে। এছাড়া জব্দকৃত বইগুলোর বিষয়ে আদালতকে অবগত করা হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী এসব বই এনসিটিবিকে হস্তান্তর করা হবে।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) এবং দেলোয়ার হোসেন (৫৬)।

নাসিরুল ইসলাম বলেন, “বইগুলো যাদের পরিবহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা একটি চক্রের সঙ্গে যুক্ত হয়ে অতিরিক্ত বই এনে খোলাবাজারে বিক্রি করছিলো।” তিনি আরো জানান, বই ছাপানোর জন্য ১১৬টি প্রেস ব্যবহৃত হয় এবং এসব প্রেস ঢাকা ও ঢাকার বাইরেও রয়েছে। অতিরিক্ত বই ছাপানোর সুযোগ রয়েছে কি-না, সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি অনুসন্ধানে পাওয়া যায় যে অতিরিক্ত বই ছাপানো হয়েছে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন